দুর্নীতির অভিযোগে পাম্প হাউসে তালা

বাহাদুরপুর এবং হরেকৃষ্ণপুর গ্রামের জল সরবরাহ বিঘ্নিত হয়।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
WhatsApp Image 2025-06-14 at 15.18.52

File Picture

নিজস্ব সংবাদদাতা: পিএইচ দপ্তরের নিয়োগে দূর্নীতির অভিযোগ। পাম্প হাউসে আচমকা তালা ঝোলালো গ্রামবাসী সহ স্থানীয় তৃণমূল কংগ্রেসের কর্মী ও সমর্থকরা। ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের রোহিনী গ্রাম পঞ্চায়েতের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে জেলা জুড়ে।

পাম্প হাউস তালা বন্ধ থাকায় বাহাদুরপুর এবং হরেকৃষ্ণপুর গ্রামের জল সরবরাহ বিঘ্নিত হয়। গোটা ঘটনায় দলেরই একাংশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন জোড়াফুল শিবিরের কর্মী-সমর্থকরা। পাম্প হাউসে অপারেটর নিয়োগে দুর্নীতির অভিযোগ ঘিরে কাঠগড়ায় উঠেছেন সাঁকরাইল ব্লক তৃণমূলের সভাপতি। তাঁর বিরুদ্ধে সোচ্চার দলেরই নিচুতলার কর্মীরা।

অন্যদিকে, শাসক দলের এমন গোষ্ঠীদ্বন্দ্বে ঘি ঢেলেছে ব্লকের বিজেপি নেতৃত্ব। পাম্প হাউস ঘিরে বিক্ষোভ সহ অচলাবস্থা কাটাতে দ্রুত পদক্ষেপের বার্তা দিয়েছেন সাঁকরাইল ব্লকের বিডিও রোহন ঘোষ। 

বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা ভোট। অথচ ঝাড়গ্রাম জেলায় শাসকদল তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব কিন্তু ক্রমশই বাড়ছে। বিশেষ করে ব্লক নেতৃত্বের একাংশের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে এবার সরব দলের পুরনো নেতা ও কর্মীরা।