New Update
/anm-bengali/media/media_files/2025/09/13/whatsapp-image-2025-09-13-at-202319-2025-09-13-21-54-55.jpeg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: পুজোর আগে পথ নিরাপত্তায় জোর। বিধাননগর ফাঁড়ির উদ্যোগে তাই হয়ে গেল হেলমেট বিতরণ। পুজোর ভিড়ের আগে পথ নিরাপত্তা সচেতনতার বার্তা দিতে দুর্গাপুর নিউ টাউনশিপ থানার বিধাননগর ফাঁড়ির উদ্যোগে অনুষ্ঠিত হল বিশেষ কর্মসূচি। শুক্রবার দুপুর সাড়ে বারোটায় দুর্গাপুরের মুচিপাড়ায় আড়াইশো জন শিশু, মহিলা এবং পথচলতি মানুষকে হেলমেট বিতরণ করা হয়।
/anm-bengali/media/post_attachments/57a3845a-d47.png)
এই কর্মসূচিতে নেতৃত্ব দেন বিধাননগর ফাঁড়ির আইসি মিহির কুমার দে। উপস্থিত ছিলেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এসিপি সুবীর রায়, সিআই রনবীর বাগ, ট্রাফিক ইন্সপেক্টর সন্তোষ ভগত, দুর্গাপুর তিন নম্বর ব্লক সভাপতি ভীমসেন মন্ডল, তৃণমূল নেতা পঙ্কজ রায় সরকার, প্রাক্তন পৌরমাতা অঙ্কিতা চৌধুরী সহ মুচিপাড়া ট্রাফিক ও পুলিশ আধিকারিকেরা।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us