নিজস্ব প্রতিনিধি, কোচবিহার: বৃষ্টিতে ভেঙে পড়ল দুর্গাপুজোর গেট। কোচবিহারের দক্ষিণ খাগড়াবাড়ির বীণাপাণি ক্লাবের ঘটনা। গেট ভেঙে বিপত্তি। বন্ধ কোচবিহারে ঢোকার রাস্তা। অভিযোগ, ভাঙা গেট সরানোর ব্যবস্থা নেয়নি প্রশাসন। শেষে ক্লাবের কর্মকর্তারা রাস্তা পরিষ্কারে হাত লাগান।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/10/01/puja6-2025-10-01-16-57-01.png)