লক্ষীর ভাণ্ডারের টাকায় পুজো, প্রান্তিক নারীদের অনন্য দৃষ্টান্ত

এই দুর্গাপুজো কেবল একটি উৎসব নয়, এটি নারীর ক্ষমতায়ন এবং সমাজে প্রান্তিক মহিলাদের আত্মবিশ্বাসের প্রতীক।

author-image
Anusmita Bhattacharya
New Update
WhatsApp Image 2025-09-24 at 5.34.08 PM

হরি ঘোষ, জামুড়িয়া: ২০২১ সালের ফেব্রুয়ারি মাসে পশ্চিমবঙ্গ সরকার চালু করে “লক্ষীর ভাণ্ডার” প্রকল্প, যার মূল উদ্দেশ্য হল আর্থিকভাবে দুর্বল পরিবারের মহিলাদের ন্যূনতম আর্থিক সহায়তা প্রদান এবং তাদের স্বাবলম্বী করে তোলা। এই প্রকল্পের মাধ্যমে নারীরা কেবল অর্থনৈতিক স্বাধীনতার স্বপ্নই দেখছেন না, বরং তার বাস্তব রূপও দিচ্ছেন। শিল্পাঞ্চল জামুড়িয়ার তপসী গ্রামের কোড়া পাড়ার মহিলারা এর প্রমাণ। বছরের পর বছর ধরে এই পাড়ার মহিলারা তাদের সামান্য আয় থেকে সঞ্চয় করেছেন এবং বর্তমানে লক্ষীর ভাণ্ডারের মাসিক অনুদান জমিয়ে রেখে এক অনন্য উদ্যোগ গ্রহণ করেছেন—নিজেদের পাড়ার দুর্গাপুজো জাঁকজমকপূর্ণভাবে উদযাপন। এই বছর পুজো ১১ বছরে পদার্পণ করল।

কোড়া পাড়ার অধিকাংশ পরিবার আর্থিকভাবে পিছিয়ে থাকা তপশিলি জাতি ও উপজাতি সম্প্রদায়ের। তাদের দৈনন্দিন জীবনে দারিদ্র্য থাকলেও অর্থনৈতিক বাধাকে উপেক্ষা করে মহিলাদের একতা ও সাহস গড়ে তুলেছে এই দুর্গাপুজো। কমিটির সেক্রেটারি বীণাপাণি বাউরী বলেন, “আমাদের গ্রামে দুর্গাপুজো হলেও তা পাড়া থেকে অনেক দূরে হয়। পাড়ার ছোট ছোট কচিকাঁচা এবং মহিলারা নতুন জামা কাপড় পরে ঘরের ভেতরে চারদিন কাটিয়ে দিত। তাই আমরা ভাবলাম—আমরা নিজেরা আনন্দ থেকে কেন দূরে থাকব? সেই চিন্তা থেকেই ২০১৪ সালে শুরু করি আমাদের পাড়ার দুর্গাপুজো"।

WhatsApp Image 2025-09-24 at 5.14.19 PM