ডেবরা পঞ্চায়েত সমিতির ব্যবস্থাপনায় ময়লা আবর্জনাবাহী টোটো গাড়ি প্রদান

কাদের হাতে তুলে দেওয়া হল টোটো?

author-image
Anusmita Bhattacharya
New Update
WhatsApp Image 2025-07-28 at 7.02.10 PM

নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর: ডেবরা পঞ্চায়েত সমিতির ব্যাবস্থাপনায় ডেবরা ৫/১ এবং ৫/২ গ্রাম পঞ্চায়েতের সহযোগিতায় ডেবরা বাজারজুড়ে ময়লা আবর্জনা তোলার জন্য ময়লা আবর্জনাবাহী টোটো গাড়ি তুলে দেওয়া হল ডেবরা বাজার পরিবেশ সচেতনতা কমিটির হাতে।সোমবার বিকেলে ডেবরা ৫/২ গ্রাম পঞ্চায়েতের  অফিসের সামনে থেকে আনুষ্ঠানিকভাবে এই গাড়ি তুলে দেওয়া হয় ডেবরা বাজার পরিবেশ সচেতনতা কমিটির হাতে। উপস্থিত ছিলেন ডেবরা পঞ্চায়েত সমিতির পূর্ত ও পরিবহন কর্মাধ্যক্ষ সীতেশ ধাড়া, ডেবরা ৫/২ গ্রাম পঞ্চায়েতের প্রধান তনুশ্রী দোলাই, ডেবরা ৫/১গ্রাম পঞ্চায়েতের  প্রধান পূর্ণিমা ভূঁইয়া, পঞ্চায়েত সদস্য জওহর লাল ভূঁইয়াসহ অনান্যরা।

WhatsApp Image 2025-07-28 at 7.02.10 PM (1)