একাধিক দাবি নিয়ে বিক্ষোভ, এবার মেদিনীপুর

বিক্ষোভ দেখানো হল মেদিনীপুরে।

author-image
Aniket
New Update
x

দিগ্বিজয় মাহালী: বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুর জেলাশাসক দপ্তরে বিক্ষোভ দেখালো পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্ট ট্রাক অপারেটর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন।

v

অবিলম্বে মোহনপুর ব্রিজে সমস্ত প্রকার যানবাহন চলাচলের ব্যবস্থা করা, ব্রিজের ওপর দিয়ে যদি যাতায়াত বন্ধ করলে তার পরিবর্তে ব্রিজের নিচ দিয়ে যান চলাচলের ব্যবস্থা, ট্রাকের ওপর পুলিশের জুলুমবাজি ও থানার অবৈধ মান্থলি এন্ট্রি সিস্টেম বন্ধ করা, পশ্চিম মেদিনীপুর জেলা জুড়ে পুলিশের অনলাইন কেস দেওয়া বন্ধ করা, রেজিস্ট্রেশন, ওনারশিপ চেঞ্জ, পারমিট, ফিটনেস, ড্রাইভিং লাইসেন্স এসব ক্ষেত্রে যেভাবে ঘুষের রেট ঠিক করে দেওয়া হয়েছে, তা অবিলম্বে বন্ধ করে সরকার নির্ধারিত ফি জমার ব্যবস্থা সহ ১৬ দফা দাবিতে বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুর জেলাশাসক দপ্তরে বিক্ষোভ ও ডেপুটেশন দিল পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্ট ট্রাক অপারেটর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। 

x

বিক্ষোভ ডেপুটেশনের আগে থালা হাতে মেদিনীপুর শহরে মিছিল করে সংগঠনের কর্মী সদস্যরা। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, তাদের দাবি না মানা হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের পথে যাবে সংগঠন।

Adddd