New Update
/anm-bengali/media/media_files/2025/05/29/2mEQagoXISNUSsS9Qyau.jpeg)
নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর: ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা বিধানসভার খড়গপুর ২ নং ব্লকের কেলেয়াড়া ২ গ্রাম পঞ্চায়েতের। উক্ত গ্রাম পঞ্চায়েতের গোমাই গোলাঘর থেকে ডগরার পোল এবং কইগেড়্যা কদমতলা থেকে ৩ নং ক্যানেল পর্যন্ত ৫ কিলোমিটার রাস্তা বেহাল। তাই রাস্তা সংস্কারের দাবিতে গ্রাম পঞ্চায়েতের কার্যালয়ে তালা লাগিয়ে গ্রামবাসীরা বিক্ষোভ দেখাল। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে উপস্থিত হন খড়গপুর ২ নং ব্লকের জয়েন্ট বিডিও দীপঙ্কর রায় ও গ্রাম পঞ্চায়েতের প্রধান সঞ্চয় দাস।
সকাল থেকে তালা লাগানো রয়েছে গ্রাম পঞ্চায়েতের কার্যালয়ে। অপরদিকে খড়গপুর ২ নং ব্লক পঞ্চায়েত সমিতির সভাপতি বিশ্বজিৎ মুখার্জি বলেন, "মানুষের ডিমান্ড থাকতে পারে। তবে এইভাবে আন্দোলন কাম্য নয়। প্ল্যান দেওয়া আছে। একের পর এক কাজ হবে। মানুষের বাড়ি বাড়ি পর্যন্ত রাস্তা পৌঁছে যাবে"।
/anm-bengali/media/media_files/2025/05/06/KlajZpSrXJIroQpPfEEf.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us