হরি ঘোষ, দুর্গাপুর: অসামাজিক কাজের প্রতিবাদ। প্রতিবাদীর বাড়ির গা ঘেঁষে দাড় করানো গাড়িতে রাতে আগুন লাগিয়ে দিল দুষ্কৃতীরা। এই ঘটনা ঘটল দুর্গাপুরের কোকওভেন থানার অন্তর্গত ৪১ নম্বর ওয়ার্ডের মহানন্দা পল্লীতে। বরাত জোরে পরিবার নিয়ে প্রাণে বাঁচলেন দুর্গাপুরের প্রতিবাদী সুবীর সরকার।
ঘটনার সূত্রপাত সোমবার রাত নাগাদ। সুবীর বাবুর বাড়ির পেছনে একটি পার্ক রয়েছে যেখানে প্রতিদিন অন্ধকার নামলেই মদ, জুয়ার আসর বসে আর চলে গালাগালি। প্রতিদিনের এই ঘটনায় অতিষ্ঠ সুবীর সরকার প্রতিবাদ করেছিলেন। কোকওভেন থানার পুলিশকে ডেকে পাঠিয়ে ব্যবস্থা নেন তিনি। অপরাধ এটাই। পুলিশের সামনেই সুবীর সরকারকে হুমকি দিতে থাকে সমাজ বিরোধীরা। পুলিশ তখনকার মতো অশান্তি থামিয়ে দেয় ও ১ সমাজ বিরোধীর মোটর বাইক থানায় নিয়েও চলে যায়। ব্যাস এতেই আগুনে ঘি পড়ে। ফের হুমকি দেওয়া হয় প্রতিবাদী সুবীর সরকারকে। মাঝরাতে ঘুম থেকে উঠে সুবীর বাবু দেখতে পান যে তার বাড়ির সামনে দাঁড় করানো চারচাকা গাড়ি দাউদাউ করে জ্বলছে আগুনে। ফের ডাকা হয় কোকওভেন থানার পুলিশকে। পুলিশ ২ জনকে আটক করলেও ১ জন পলাতক। গোটা ঘটনার জেরে টানটান উত্তেজনা মহানন্দা পল্লীতে। রীতিমতো আতঙ্কে এখন গোটা পরিবার। সুবীর সরকার বাংলা পক্ষের সদস্য। এরপর ফের কিছু বিপদ হবে না তো? তাহলে কি এই বাংলায় অন্যায়ের প্রতিবাদ করলেই বিপদ? "পুলিশ প্রশাসন ব্যবস্থা নিচ্ছে, এই অন্যায় বরদাস্ত করা হবে না", বললেন ৪১ নম্বর ওয়ার্ডের স্থানীয় প্রাক্তন তৃণমূল কাউন্সিলার শিপুল সাহা।