পানীয় জল, নিকাশি, রাস্তাঘাটের সমস্যায় কাউন্সিলরকে ঘিরে বিক্ষোভ

বেশ কিছু অভিযোগ রয়েছে।

author-image
Anusmita Bhattacharya
New Update
WhatsApp Image 2025-08-31 at 6.18.43 PM

নিজস্ব প্রতিনিধি, মেদিনীপুর: কাউন্সিলরকে ঘিরে বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দারা। ঘটনাটি মেদিনীপুর পৌরসভার দেওয়ানবস্তি এলাকার। তাদের অভিযোগ গত ৩ বছর ধরে দেখা মেলেনি কাউন্সিলরের। কাজ হয়নি উন্নয়নমূলক। ভাঙাচোরা রাস্তা, পানীয় জলের সমস্যা। এমনকি নিকাশি ব্যবস্থা ভেঙে পড়েছে। ফলে নর্দমার জল গিয়ে ঢুকছে বাড়িতে। পানীয় জলের ট্যাপগুলো ড্রেনের সঙ্গে মিশে গিয়েছে। তাতে নোংরা জল প্রবেশ করছে। ফলে পানীয় জলের সমস্যায় ভুগতে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের। 

অভিযোগ অস্বীকার করে কাউন্সিলর চন্দ্রানী দাসের দাবি, "এলাকায় আমি থাকি এবং ঘুরি। এলাকার মহিলাদের জিজ্ঞাসা করলে বুঝতে পারবেন। কোনো পাড়াগত সমস্যা রয়েছে যেটাকে কেন্দ্র করে ইস্যু করা হচ্ছে"। রবিবার ওই এলাকায় কাউন্সিলর চন্দ্রানী দাস গেলে তাকে ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয় মানুষজন। তাদের অভিযোগ, রেসিডেনসিয়াল সার্টিফিকেট আনতে গেল ৪-৫ দিন ঘুরতে হয়। এদিকে কাউন্সিলর বলেন, "যে কোনো কাজ করার একটা প্রসেস আছে। কাজের জন্য ইঞ্জিনিয়ার দেখে গিয়েছেন। কাজ করতে লোক এসেছিল। তাতে ২-৪ জন লোক বাধা দিয়েছে। আমি নিজেও গিয়েছি সেখানে। আমি তাদের বলেছি আপনাদের যা সমস্যা আপনারা বলুন। চিৎকার না করে আলোচনা করে সমস্যার সমাধান করা হবে। কাজটি যাতে হয় চেষ্টা করতে হবে এবং সহযোগিতা করতে হবে"। তবে জলের সমস্যার কথা মানছেন কাউন্সিলর। তিনি বলেন, "পুরো মেদিনীপুর শহরেই জলের সমস্যা রয়েছে। ওই পাইপ লাইন ওয়াশ করা হয়েছে। কিছুদিন জল পরিষ্কার আসছে তারপর আবার ঘোলা আসছে। সমস্ত ট্যাপ ড্রেনের লেভেলে আছে। কিছু ট্যাপের উচ্চতা বাড়ানো হয়েছে যাতে ড্রেনের নোংরা জল না প্রবেশ করে। পরিকল্পনাহীন বাড়ি করার জন্য ড্রেন দিয়ে জলের নিকাশি হচ্ছে না"।