আহত তৃণমূল কাউন্সিলর! হল প্রতিবাদ মিছিল

কোথায় হল এই মিছিল?

author-image
Anusmita Bhattacharya
New Update
protesttmc

নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর: গতকাল DRM বাংলো ঘেরাও অভিযানে গিয়ে আক্রান্ত হয় রেল বস্তি সংগ্রাম কমিটির ৩ সদস্য অসিত পাল, তৃণমূল কাউন্সিলর রোহন দাস ও হেমা চৌবে। এই ঘটনার প্রতিবাদে আজ খড়গপুর পুরসভার ২৭ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস কাউন্সিলর রোহান দাসের দলীয় কার্যালয় থেকে একটি বিরাট প্রতিবাদ মিছিলের ডাক দেয় রেল বস্তি সংগ্রাম কমিটি। 

এদিন এই সংগ্রাম কমিটির ডাকা মিছিলে উপস্থিত ছিলেন তৃণমূলের জেলা সহ-সভাপতি দেবাশীষ চৌধুরী, প্রাক্তন বিধায়ক প্রদীপ সরকার, তৃণমূলের একাধিক কাউন্সিলর ও কর্মী এবং রেল বস্তি বাঁচাও সংগ্রাম কমিটির সদস্যরা। বেশ কয়েকদিন ধরে রেল এলাকায় উচ্ছেদের নোটিশ দিয়েছে। তারই প্রতিবাদে DRM- এর অপসারণ চেয়ে এবং গতকাল আরপিএফ দ্বারা হওয়া লাঠিচার্জের প্রতিবাদ জানিয়ে এই মিছিলের আয়োজন করা হয়েছিল। এই মিছিল খড়গপুরের ২৭ নম্বর ওয়ার্ডের রোহন দাসের পার্টি অফিস থেকে বেরিয়ে DRM বিল্ডিং- এ শেষ হয়। মিছিলে যাতে কোনও গন্ডগোল না হয় তার জন্য বিশাল সংখ্যক রেল পুলিশ মোতায়েন করা হয়েছিল DRM বিল্ডিং- এর বাইরে।

tmcpro2