New Update
/anm-bengali/media/media_files/28ILomm7G5gUV8hz9fM6.jpg)
নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্রাম : রাস্তায় শুয়ে হাতির হামলার প্রতিবাদ! পথ অবরোধ এলাকাবাসীদের। ফের রাস্তা অবরোধ করে বিক্ষোভ ঝাড়গ্রামের সাঁকরাইল ব্লকের জামবেদিয়া এলাকায়। এদিন জামবেদিয়া, পালইডাঙ্গাগ্রামের মানুষজন অভিযোগ করেন গত এক সপ্তাহ ধরে হাতি তান্ডব চালাচ্ছে, এলাকায় ক্ষতি করছে, মাটির বাড়ি নষ্ট করছে, চাষের ফসল নষ্ট করছে। আরো অভিযোগ, হাতি তাড়ানো থেকে ফসলের ক্ষতিপূরণ কোনোটাই পান না ক্ষতিগ্রস্তরা। যে কারণে আজ সকাল থেকে সাঁকরাইলের জামবেদিয়া এলাকায় পথ অবরোধ করে বিক্ষোভ দেখালেন এলাকার বাসিন্দারা। অবরোধের জেরে গজাশিমূল থেকে কেশিয়াপাতা রাস্তায় যানবাহন চলাচল বন্ধ। গত কাল রাত্রে পালোইডাঙ্গা, জামবেদিয়া এলাকায় তাণ্ডব চালায় ৪০ থেকে ৫০ টি হাতির দল , ক্ষতিগ্রস্ত একাধিক মাটির বাড়ি , নষ্ট হয়েছে ধান জমি, ঘটনাস্থলে পৌঁছায় সাঁকরাইল থানার পুলিশ।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us