বেহাল রাস্তা সংস্কারের দাবিতে বিক্ষোভ ঝাড়গ্রামে

বেহাল রাস্তা সংস্কারের দীর্ঘদিনের দাবি নিয়ে বিক্ষোভ দেখান এলাকাবাসী।

author-image
Debjit Biswas
New Update
WhatsApp Image 2025-08-09 at 7.55.06 PM

JHARGRAM

নিজস্ব সংবাদদাতা - ঝাড়গ্রাম জেলার বিনপুর ১ নম্বর ব্লকের দহিজুড়ি অঞ্চলের ফুলবেড়া থেকে বাঁদর বনি যাওয়ার প্রায় তিন কিলোমিটার দীর্ঘ রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। একসময়ের চলাচলের পথ এখন ভরে গেছে গর্তে আর খানাখন্দে। রাস্তা পরিণত হয়েছে মৃত্যুফাঁদে। মোটরবাইক বা চারচাকা তো দূরের কথা, পায়ে হেঁটেও এই রাস্তা দিয়ে চলাচল করা হয়ে উঠেছে দুঃসাহসিক ব্যাপার। বর্ষার জলে গর্তগুলো আরও বিপজ্জনক হয়ে উঠেছে, প্রতিদিন দুর্ঘটনার ভয়ে আতঙ্কে রয়েছেন স্থানীয়রা।

tribal jhargram


অভিযোগ, বারবার গ্রামসভা, পঞ্চায়েত ও প্রশাসনের বিভিন্ন দপ্তরে জানিয়েও কোনো সুরাহা মেলেনি। আশ্বাস মিলেছে, কিন্তু কাজের হালফিল দেখা যায়নি। ফলে ক্ষোভে ফুঁসে ওঠেন গ্রামবাসীরা। আজ তারা অভিনব পদ্ধতিতে প্রতিবাদ জানিয়ে রাস্তার মাঝখানে ধান গাছ লাগিয়ে বিক্ষোভে সামিল হন। হাতে প্ল্যাকার্ড নিয়ে এই আন্দোলনে অংশ নেন নারী-পুরুষ থেকে শুরু করে প্রবীণ নাগরিকরাও।
গ্রামবাসীদের আরও দাবি, অবিলম্বে রাস্তা সংস্কারের কাজ শুরু করতে হবে। নইলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের পথে নামবেন তারা এবং প্রশাসনের গাফিলতির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেবেন। তাদের বক্তব্য, “রাস্তা ছাড়া উন্নয়ন হয় না, আর আমরা উন্নয়নের অধিকার থেকে বঞ্চিত হতে রাজি নই।”