প্রতিশ্রুতি জলে! বিক্ষোভ

মঙ্গলপুর গ্রামের বাসিন্দারা সোমবার রানীগঞ্জের মঙ্গলপুর শিল্প এলাকায় অবস্থিত শ্যাম সেল কারখানার সামনে বিক্ষোভ দেখালেন।

author-image
Pallabi Sanyal
New Update
ee

নিজস্ব সংবাদদাতা : মঙ্গলপুর গ্রামের বাসিন্দারা সোমবার রানীগঞ্জের মঙ্গলপুর শিল্প এলাকায় অবস্থিত শ্যাম সেল কারখানার সামনে বিক্ষোভ দেখালেন। আন্দোলনরত যুবকরা জানান, 'শ্যাম সেলের পক্ষ থেকে নতুন একটি প্লান্ট চালু করা হলেও মঙ্গলপুর গ্রামের বাসিন্দারা কাজ পাচ্ছে না। যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তা পূরণ হয়নি।' তিনি বলেন, 'মঙ্গলপুর গ্রামের বেকার যুবকদের যোগ্যতা অনুযায়ী কর্মসংস্থানের ব্যবস্থা করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, কিন্তু তা করা হচ্ছে না, এর পাশাপাশি সিএসআর তহবিল থেকে মঙ্গলপুর গ্রামে যেসব উন্নয়ন কাজ করার কথা ছিল তাও হচ্ছে না ।'

 

এই ব্যাপারে কোম্পানির সিনিয়র কমার্শিয়াল ম্যানেজার উজ্জ্বল চ্যাটার্জির  গ্রামবাসীর  দাবিকে ভিত্তিহীন আখ্যায়িত করে বলেন, ' কোম্পানিতে বহিরাগতদের নিয়োগ দেওয়া হয় না । শুধুমাত্র আশেপাশের এলাকার মানুষদেরই কাজ দেওয়া হয়। এই মুহূর্তে  কারো নিয়োগ হচ্ছে না, যখনই কাউকে নিয়োগ দেওয়া হবে, তখনই এসব মানুষের দাবি বিবেচনা করা হবে।'