/anm-bengali/media/media_files/2025/12/05/whatsapp-image-2025-12-05-at-2025-12-05-09-34-19.jpeg)
LORRY
নিজস্ব সংবাদদাতা : বেশ কয়েকদিন ধরে পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের ৬ নং জলিমান্দা গ্রাম পঞ্চায়েতের মাধপুর ও গুরুগঞ্জ এলাকায় ভারী ভারী লরি ঢুকছে এলাকায়। যেখানে বলা রয়েছে ৬ চাকার বেশী বড় গাড়ী ওই সমস্ত প্রধানমন্ত্রী সড়ক যোজনার রাস্তা বা গ্রামীণ রাস্তায় ঢুকবে না। ইতিমধ্যে রাজ্য প্রশাসনের পক্ষ থেকেই বহু দিন আগে থেকেই এই নির্দেশিকা দেওয়া হয়েছে। তবে সেই নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে গ্রামীন রাস্তা গুলোতে বড় বড় লরি ঢুকতেই বেজায় চটেছে এলাকাবাসী। তাদের অভিযোগ রাস্তার অবস্থা এমনিতেই খারাপ,তার ওপর আবার ভারী ভারী মাল নিয়েই বড় বড় লরি ঢুকছে রাস্তায়। তাও কোনো সরকারি কাজ নয় ব্যাক্তিগত কাজে। আমরা চাই প্রশাসন বিষয়টি দেখুক এবং রাস্তা সংস্কারের ব্যাবস্থা করুক।
এই বিষয়ে গ্রাম পঞ্চায়েত সদস্য জানান,''আমি এই বিষয়ে গ্রাম পঞ্চায়েতে জানিয়েছি।কিন্তু কোনো লাভ হয়নি৷ কেন ব্যাক্তিগত বড় লরিকে এই রাস্তায় চলার অনুমতি দেওয়া হয়েছে আমরা জানিনা। গ্রাম পঞ্চায়েতে জানিয়েছি। তার পরেও কোনো লাভ হয়নি। গ্রাম বাসীরা আমাকে ধরছে। আমিও চাই বড় বড় লরি যাতায়াত বন্ধ হোক।''
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us