নিজস্ব প্রতিনিধি, ঘাটাল: গত পঞ্চায়েত নির্বাচনে পরিবহন ব্যবস্থায় সহযোগিতা করেও কোনও টাকা পাওয়া যায়নি। তাই এই নির্বাচনের আগে বকেয়া টাকা না পাওয়া গেলে নির্বাচনের কাজে পরিবহন ব্যবস্থায় কোনওভাবেই সহযোগিতা করা হবে না। দেওয়া হবে না ছোট গাড়ি, বাস বা অন্যান্য যাত্রীবাহী গাড়ি, এমনই হুঁশিয়ারি দিয়ে ঘাটাল মহকুমা শাসকের কার্যালয় চত্বরে আঞ্চলিক পরিবহণ আধিকারিকের দফতরের সামনে অবস্থান-বিক্ষোভে সামিল হল বাস মালিক অ্যাসোসিয়েশনের সদস্যরা।
সংগঠনের বক্তব্য, 'বিগত ২০২৩ সালের পঞ্চায়েত নির্বাচনে পরিবহনের জন্য ছোট গাড়ি এবং বাস দিয়ে কোনওরকম আর্থিক সহযোগিতা আমরা পাইনি। প্রায় ৯ লক্ষ টাকা বকেয়া রয়েছে আমাদের। আগামী ২০ মে আরামবাগ লোকসভা নির্বাচনের দিন ধার্য রয়েছে। তার আগে যদি আমরা আমাদের প্রাপ্য বকেয়া টাকা না পাই তাহলে আমরা কোওভাবেই কোনওরকম বাস বা ছোট গাড়ি দিয়ে নির্বাচনের কাজে সহযোগিতা করতে পারব না'। এদিন ঘাটাল মহকুমাশাসকের কার্য্যালয় চত্বরে থাকা A.R.T.O ঘাটাল অফিসের সামনে অবস্থান বিক্ষোভে সামিল হয় ঘাটাল মহকুমা বাস ওনার্স অ্যাসোসিয়েশনের সদস্যরা।
২০২৩ সালের পঞ্চায়েত নির্বাচনের কাজে ব্যবহৃত বাসগুলির জন্য বকেয়া অর্থ প্রদানের দাবিতে এই অবস্থান বিক্ষোভ করা হয় বলে দাবি সংগঠনের। আগামী ২০ মে আরামবাগ ও ২৫ মে ঘাটাল লোকসভা কেন্দ্রে ভোট গ্রহণ রয়েছে। এবারও ভোটের কাজে পরিবহন হিসাবে বাস ব্যবহার করা হবে। কিন্তু তাদের বকেয়া টাকা তার আগে না মেটানো হলে সংগঠনের জেলা নেতৃত্বের নির্দেশ মতো তারা আরও বড়ো আন্দোলনে নামবেন বলে জানালেন ঘাটাল মহকুমা বাস ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোহনচন্দ্র বাগ। যদিও এই প্রসঙ্গে মহকুমাশাসক কোনওরকম মন্তব্য করতে রাজি হননি।