Pallabi Sanyal
আপডেট করা হয়েছে
New Update
/anm-bengali/media/media_files/aTwQ5oMBruCUtt2X5sbK.jpg)
নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর : এলাকার গ্রামীন রাস্তা বেহাল। ধানের চারা লাগিয়ে বিক্ষোভ দেখালো এলাকাবাসী। ঘটনাটি পশ্চিম মেদিনীপুর জেলার সবং ব্লকের বড়চাহারা এলাকায়। প্রায় ১৫ বছর ধরে বড়চাহারা এলাকায় একটি গ্রামীন ৩ কিমি রাস্তা বেহাল।বৃষ্টি হলেই কর্দমাক্ত হয়ে যায়। জুতো হাতে নিয়ে চলাচল করতে হয়। তাই সোমবার এলাকার মানুষজন জমায়েত হয়ে রাস্তার ওপর ধান গাছ লাগিয়ে প্রতীকি বিক্ষোভ দেখালো।যদিও এ বিষয়ে অঞ্চল কর্তৃপক্ষ নিশ্চুপ বলে অভিযোগ।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us