হরি ঘোষ, পাণ্ডবেশ্বর : বুধবার সকাল থেকেই ফের জমির বিনিময়ে চাকরির দাবিতে পাণ্ডবেশ্বরের বাকোলা এরিয়ার তিলাবনি কোলিয়ারির এমডিও (MDO) প্রোজেক্ট বন্ধ করে বিক্ষোভ জমিহারাদের। ইসিএল কর্তৃপক্ষ যতক্ষণ না লিখিত আশ্বাস দিচ্ছে ততক্ষণ চলবে এই বিক্ষোভ, জানান আন্দোলনকারীরা।
উল্লেখ্য, দীর্ঘদিন ধরে জমির বিনিময়ে চাকরির দাবিতে আন্দোলন করে আসছেন প্রায় ৫০০ জন জমিদাতা। জমিদাতা সৌরভ ব্যানার্জি জানান যে ২০২৩ সাল থেকে জমির বিনিময়ে চাকরির দাবি তারা জানিয়ে আসছেন ইসিএলের বিভিন্ন দফতরে, কিন্তু কাজের কাজ আজও পর্যন্ত কিছুই হয়নি। সৌরভ বাবু বলেন যে এর আগে বেশ কয়েকবার তারা জমির বিনিময়ে চাকরির দাবিতে কোলিয়ারির কাজ বন্ধ করেছিলেন কিন্তু সেই সময় ইসিএল আধিকারিকদের আশ্বাসে বিক্ষোভ উঠেও যায়। তিনি বলেন যে ইসিএল আধিকারিকদের আশ্বাসই সার এটা তারা বুঝতে পেরেছেন আর সে কারণেই বুধবার সকাল থেকেই তারা বাকোলা এরিয়ার তিলাবনী এমডিও প্রোজেক্টের সমস্ত কাজ বন্ধ করে বিক্ষোভে সামিল হয়েছেন। তাদের একটাই দাবি কর্তৃপক্ষ তাদের মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে জমি নিয়েছিল। বর্তমানে তাদেরই জমির উপর ইসিএল উৎপাদন শুরু করেছে। তাই জমির বিনিময়ে চাকরি দিতে হবে এবং সেটা ইসিএল আধিকারিকদের আজকের মধ্যে লিখিতভাবে জানাতে হবে জমিহারাদের কাছে। তারপরেই উঠবে বিক্ষোভ। এমনটা না হলে এই আন্দোলন আরও বৃহত্তর আকার নেবে বলে হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা।