পঞ্চায়েত ভোট মিটতেই ফিরেছে রাস্তার আসল চেহারা!

অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্বাচনী প্রচারে যাওয়ার আগে হাল ফিরেছিল রাস্তার। কিন্তু পঞ্চায়েত ভোট মিটতেই বেরিয়ে পড়েছে রাস্তার আসল চেহারা। ঝাড়গ্রামে এবার পথে পড়ুয়ারা।

author-image
Pallabi Sanyal
New Update
ggggg

নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্রাম : ঝাড়গ্রাম থেকে ঝাড়খণ্ড যাওয়ার একমাত্র রাস্তা। সেই রাস্তার বেহাল দশা। যেখানে সেখানে বড় বড় গর্তে পরিপূর্ণ হয়েছে।  বিভিন্ন সময় স্কুল পড়ুয়া থেকে পথ চলতি মানুষ সমস্যায় পড়ছেন। আবারও কখনো দেখা যাচ্ছে মালবাহী গাড়ি থেকে শুরু করে যাত্রীবাহী বাসের রাস্তা খারাপ থাকার কারণে যন্ত্রাংশ ভেঙে পড়ছে, যার জেরে আজ দহিজুড়ি  মহাত্মা বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা রাস্তা অবরোধ করে বিক্ষোভে নামে। বেশ কিছুক্ষণ অবরোধ চলে। যান চলাচল স্তব্ধ হয় । বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও পড়ুয়াদের বক্তব্য, রাস্তা নির্মাণের টাকা বরাদ্দ হয়েছে । এখনো পর্যন্ত কাজ শুরু হয়নি। এই রাস্তার উপর দিয়ে কোন ভিআইপি যাওয়ার আগে এই রাস্তা নির্মাণ করা হয় যা মাস খানেকের মধ্যে বেহাল দশায় পরিণত হয়। পঞ্চায়েত নির্বাচনের আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় আসার সময় এই রাস্তা নির্মাণ করা হয়েছিল। পঞ্চায়েত ভোট শেষ হতে না হতেই রাস্তার বেহাল দশায় পরিণত হয়েছে যা নিয়ে অভিযোগ করছে ইস্কুলের ছাত্র-ছাত্রীরা।  কবে এই রাস্তা নির্মাণ হবে তারদিকে তাকিয়ে রয়েছে এলাকাবাসী সহ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা।