ভোট মিটলেও হাল ফিরলো না রাস্তার!

রাস্তার গুঁড়ি ফেলে অবরোধ করা হল রাজ্য সড়ক। পশ্চিম মেদিনীপুরে চূড়ান্ত ভোগান্তি যাত্রীদের। ভোটের পরেও উত্তাল পরিস্থিতি. পূরণ হয়নি দাবি। ফের পথে স্থানীয়রা। চলছে বিক্ষোভ প্রদর্শন।

author-image
Pallabi Sanyal
আপডেট করা হয়েছে
New Update
১১১

দিগ্বিজয় মাহালী, পশ্চিম মেদিনীপুর : পঞ্চায়েত নির্বাচনের আগে থেকেই রাজ্যে জলের দাবিতে, রাস্তার দাবিতে জেলায় জেলায় বিক্ষোভের ঘটনা ঘটে। এমনকি ভোট বয়কটের ডাক পর্যন্ত দেওয়া হয়। ভোটের আগে মেলে অনেক প্রতিশ্রুতি। কিন্তু ভোট মিটলেও তা পূরণ হয়না বলেই বারংবার অভিযোগ ছিল সাধারণ মানুষের। রাজ্যে পঞ্চায়েত ভোট মিটলেও বিক্ষোভ এখনও অব্যাহত। বেহাল রাস্তার হাল ফেরাতে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন স্থানীয়দের। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের নন্দবাড়ী এলাকায়। এদিকে বিক্ষোভের জেরে অবরুদ্ধ হয়ে পড়ে রাজ্য সড়ক। ভুগতে হয় যাত্রী থেকে গাড়ি চালকদের। 

বিক্ষোভকারীদের দাবি,  মোরাম রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল।সংস্কারের উদ্যোগ নেয়নি প্রশাসন।বেশ কিছুক্ষন ধরেই এই অবরোধ চলছে। আটকে পড়েছে দুই বাস সহ অন্যান্য যানবাহন।ঘটনাস্থলে উপস্থিত ডেবরা থানার পুলিশ। গ্রামবাসীদের সঙ্গে কথা বলার চেষ্টা চালাচ্ছে পুলিশ।