Pallabi Sanyal
আপডেট করা হয়েছে
New Update
/anm-bengali/media/media_files/EHuBjIR8r43RvbS7F62W.jpg)
হরি ঘোষ, জামুড়িয়া : রাজ্য সড়কে খানাখন্দে ভরা রাস্তা। আর সেই রাস্তার গর্তে মাছ ফেলে, ধান রোপন করে অভিনব প্রতিবাদ বিজেপির। জামুড়িয়ার আখলপুর ব্রিজের কাছে এই অভিনব প্রতিবাদ জানান বিজেপির নেতাকর্মীরা। প্রসঙ্গত জামুড়িয়ায় এই রাস্তা দিয়েই আসানসোল-রানীগঞ্জে যাতায়াত করতে হয় জামুড়িয়াবাসীকে। দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় রাস্তাটি খানাখন্দে ভর্তি হয়ে গেছে। সেই রাস্তার সারাইয়ের দাবিতে বিজেপির এই বিক্ষোভ।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us