কলসি-বালতিতে লেখা 'জল দাও'! প্রচণ্ড গরমে অভিনব ডেপুটেশন

বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল পৌরসভার সামনে বিজেপি কর্মী সমর্থকরা ১০ দফা দাবি-দাওয়া নিয়ে ঘাটাল পৌরসভার চেয়ারম্যান তুহিন কান্তি বেরার কাছে লিখিত ডেপুটেশন জমা দেন।

author-image
Pallabi Sanyal
New Update
ঘাটাল পৌরসভায় বিক্ষোভ ডেপুটেশন বিজেপির

ঘাটাল পৌরসভায় বিক্ষোভ ডেপুটেশন বিজেপির

দিগ্বিজয় মাহালী, পশ্চিম মেদিনীপুর : হাতে কলসি, বালতি। তাতে লেখা, 'জল চাই, জল দাও।' এমনি একাধিক দাবি নিয়ে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল পৌরসভায় বিক্ষোভ ডেপুটেশন বিজেপির। 

বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল  পৌরসভার সামনে বিজেপি কর্মী সমর্থকরা ১০ দফা দাবি-দাওয়া নিয়ে ঘাটাল পৌরসভার চেয়ারম্যান তুহিন কান্তি বেরার কাছে লিখিত ডেপুটেশন জমা দেন। এদিনের এই ডেপুটেশনে উপস্থিত ছিলেন ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাট সহ একাধিক বিজেপির নেতা-কর্মীরা। বিজেপি বিধায়ক শিতল কপাট বলেন, ''মূলত ঘাটাল পৌর এলাকা জুড়ে দেখা দিয়েছে  পানীয় জলের তীব্র সঙ্কট, এছাড়াও আবাসের টাকা পাচ্ছে না গরীব মানুষ, তৃণমূল পরিচালিত পৌরসভায় শাসক দলের নেতা-কর্মীরা টাকা চুরির সাথে জড়িত রয়েছে, এমনকি পৌরসভার কর্মীরা টাকা চুরিতে ধরা পড়লেও চেয়ারম্যান আইনত কোন ব্যবস্থা নিচ্ছে না।তাই বিজেপি কর্মীরা লক্ষ্য রাখছে তারা কিন্তু ব্যবস্থা নেবে।'' প্রয়োজনে চেয়ারম্যানের বিরুদ্ধে বিজেপি ব্যবস্থা নেবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিজেপি বিধায়ক।তীব্র গরমের মধ্যে যে পানীয় জলের সমস্যা দেখা দিয়েছে তা দ্রুত সমস্যার সমাধান করতে হবে।তা না হলে মানুষের স্বার্থে  চেয়ারম্যানের বাড়ি ঘেরাও হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।যদিও বিজেপির তোলা সমস্ত অভিযোগ অস্বীকার করেছে পৌরসভা।