কোলিয়ারির আবাসনের জল ও খনির ভেতরে শ্রমিকদের নিরাপত্তার দাবিতে কাজ বন্ধ করে বিক্ষোভ

কোথায় হল এই বিক্ষোভ?

author-image
Anusmita Bhattacharya
New Update
WhatsApp Image 2025-06-24 at 4.29.29 PM

সোমনাথ মুখার্জি, অন্ডাল : মঙ্গলবার অন্ডালের সিদুলি কোলিয়ারির শ্রমিক সংগঠন কয়লা খাদান শ্রমিক কংগ্রেসের কর্মী-সমর্থকরা কোলিয়ারির আবাসনের জল ও খনির ভেতরে শ্রমিকদের নিরাপত্তার দাবিতে খনির কাজ বন্ধ করে বিক্ষোভে সামিল হল। এক শ্রমিক নেতা জানান যে খনির ভেতর ভেন্টিলেশনের ব্যবস্থা একেবারে ভেঙে পড়েছে আর সেই কারণে খনির ভেতর প্রচণ্ড গরমে কাজ করতে বাধ্য হচ্ছে শ্রমিকরা। বারবার কোলিয়ারির কর্তৃপক্ষকে বললেও শ্রমিকদের নিরাপত্তার বিষয়টি সুনিশ্চিত করা হচ্ছে না বলে অভিযোগ। আর সেই কারণেই মঙ্গলবার সকাল থেকেই খনির কাজ বন্ধ করে বিক্ষোভ দেখাল কয়লা খাদান শ্রমিক কংগ্রেসের কর্মী-সমর্থকরা।

Screenshot 2025-06-24 162219