রাজ্য সড়কে আলু ফেলে বিক্ষোভ

প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি দেখাল এই বিক্ষোভ।

author-image
Anusmita Bhattacharya
New Update
WhatsApp Image 2025-12-01 at 3.18.43 PM

নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর: পশ্চিম মেদিনীপুর জেলা প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির উদ্যোগে কোল্ড স্টোরেজের ভাড়া বাড়ানো, সরকারের নির্ধারিত বেঁধে দেওয়া আলুর দাম কমানো, আলুর উপর সরকারের একাধিক পদক্ষেপের প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচী আলু ব্যবসায়ীদের।

সোমবার পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনার গাছশীতলা মোড়ে আলু ব্যবসায়ী সমিতির চন্দ্রকোনা টাউন ইউনিটের সদস্যরা রাস্তায় আলু ফেলে অবরোধ বিক্ষোভ দেখায়। এর জেরে গাছশীতলা মোড়ে রাজ্য সড়কে দেখা দেয় যানজট। আলু ব্যবসায়ীদের দাবি, বর্তমানে কোল্ড স্টোরে যে আলু মজুত রয়েছে সেই কোল্ড স্টোরেজের ভাড়া বাড়িয়ে দিয়েছে সরকার। আগে ভাড়া ছিল এক বস্তায় ১০৩ টাকা ৬৫ পয়সা আর বর্তমানে সেই ভাড়া হয়েছে ১১৩ টাকা ৭৬ পয়সা। এছাড়াও আলুর উপর সরকার যে নির্ধারিত দাম বেঁধে দিয়েছে তার দাম বাড়াতে হবে, এমনই একাধিক অভিযোগ তুলে আলু ব্যবসায়ী সমিতির এই অবরোধ বিক্ষোভ বলে জানা গেছে।

WhatsApp Image 2025-12-01 at 3.18.48 PM