অঙ্গনওয়াড়ি কেন্দ্রে তালা ঝুলিয়ে বিক্ষোভ

সুপুর জোড়া মন্দির অঙ্গনওয়াড়ি কেন্দ্রে বিক্ষোভ, তালা বন্ধ করে ক্ষোভ উগরে দিল গ্রামবাসীরা।

author-image
Aniket
আপডেট করা হয়েছে
New Update
Screenshot 2025-11-17 2.08.28 PM

File Picture

নিজস্ব প্রতিনিধি: বোলপুর শ্রীনিকেতন পঞ্চায়েতের অন্তর্গত সুপুর জোড়া মন্দির এলাকার অঙ্গনওয়াড়ি কেন্দ্রে শুক্রবার উত্তেজনার পরিস্থিতি সৃষ্টি হয়। কেন্দ্রের স্টাফদের ঘরবন্দি করে বিক্ষোভ দেখান স্থানীয় মহিলা সহ গ্রামবাসীরা।

অভিযোগ, বহুদিন ধরেই কেন্দ্রটিতে নিম্নমানের খাবার পরিবেশন করা হচ্ছে। পরিমাণও মিলছে না ঠিক মতো। শুধু তাই নয়, চাল–ডাল–ডিমসহ বিভিন্ন খাদ্যসামগ্রী চুরি করে বাড়িতে নিয়ে যাওয়ার অভিযোগও তোলেন গ্রামবাসীরা। এমনকি অঙ্গনওয়াড়ির খাবার নিজের বাড়িতে সংরক্ষণ করার ঘটনাও সামনে এসেছে।

এদিন কেন্দ্রে খাবার নিতে এসে মহিলারা দেখেন, বরাদ্দ অনুযায়ী পর্যাপ্ত সামগ্রী ব্যবহার করে রান্না হচ্ছেনা। এর প্রতিবাদেই তারা কেন্দ্রের দরজায় তালা ঝুলিয়ে বিক্ষোভ করেন। বিক্ষুব্ধ গ্রামবাসীদের দাবী—অবিলম্বে সংশ্লিষ্ট স্টাফকে বদলি করতে হবে।

অন্যদিকে দায়িত্বপ্রাপ্ত স্টাফ জানান, পর্যাপ্ত পরিমাণ খাদ্যসামগ্রী না পাওয়ায় সমস্যা তৈরি হয়েছে। তিনি স্বীকারও করেন, সম্প্রতি বি.এল.ও-র দায়িত্বে থাকার কারণে অঙ্গনওয়াড়ির খাবার কিছুটা নিজের বাড়িতে রাখা হয়েছে।