মালদার বৈষ্ণনগরের ক্যাম্পে বিক্ষোভ

মালদার ক্যাম্পের বাসিন্দাদের বেহাল দশা। অভিযোগ, পরিবার পরিজনদের সঙ্গে দেক্যহা করতে দেওয়া হচ্ছে না।

author-image
Jaita Chowdhury
New Update
waqf-board

নিজস্ব সংবাদদাতা: ওয়াকফের প্রতিবাদে উত্তপ্ত মালদা। জেলার বৈষ্ণনগরের ক্যাম্পের বাসিন্দাদের বিক্ষোভ। অভিযোগ, দেখা করতে আসা, আত্মীয়-স্বজনদের সঙ্গে তাদের দেখা করতে দেওয়া হচ্ছে না। তাদের বন্দির মতন রাখা হয়েছে ক্যাম্পে।

ANTI WAQF