/anm-bengali/media/media_files/Qlp9cm7cfmovpSaJzAKB.jpg)
নিজস্ব সংবাদদাতা : দুদিন আগেই খড়গপুরের পুরিগেট এলাকায়, রেল কর্তৃপক্ষ একটি নোটিশ দিয়ে জানিয়ে দিয়েছিল যে আগামী ২ তারিখের মধ্যে চিহ্নিত করা রেলের ৪৫টি অবৈধ জায়গায় ভেঙ্গে দিতে হবে, না হলে রেল জোর করে ভেঙ্গে দেবে। আর তাই আজ পুরিগেট এলাকায় উচ্ছেদের মাইকিং করতে এসে এলাকার বাসিন্দাদের বিক্ষোভের মুখে পড়েন রেলওয়ে পুলিশের আরপিএফ বাহিনী। স্থানীয়রা রীতিমতো গাড়ি আটকে বিক্ষোভ দেখায়। প্রায় ১ ঘন্টা ১৫ মিনিট ধরে তাদেরকে আটকে রাখা হয় পুরিগেট এলাকাতে, তারপরে আরপিএফের বিশাল বাহিনী এসে তাদের উদ্ধার করে নিয়ে যায়।
/anm-bengali/media/media_files/2025/04/30/KMifcvuFdCosg6riFnq7.jpeg)
স্থানীয়দের অভিযোগ ''দীর্ঘ ৫০ বছর ধরে ওই এলাকাতে দোকানপাট করে খাচ্ছিলেন এলাকার সাধারণ মানুষ, আর আজ রেল বলছে সেই সব মানুষকে ২ তারিখের মধ্যে তাদের দোকানপাট ভেঙ্গে দিতে হবে। তা নিয়ে আবার নোটিশ জারি করেছে। আচ্ছা বলুন তো সাধারণ মানুষ যাবে কোথায় ? খাবে কি।''
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us