কয়লা খনির বেসরকারিকরণের বিরুদ্ধে প্রতিবাদ

কয়লা খনির বেসরকারিকরণের নীতি নিয়েছে বিজেপির সরকার! প্রতিবাদে এবার পথে তৃণমূল। কী বললেন বিধায়ক হরেরাম সিং , রইলো ভিডিও।

author-image
Pallabi Sanyal
New Update
dfdf

হরি ঘোষ, অন্ডাল : সোমবার কয়লা খনি বেসরকারিকরণের বিরুদ্ধে প্রতিবাদ সভা করল তৃণমূলের শ্রমিক সংগঠন কয়লা খাদান শ্রমিক কংগ্রেস ।এই প্রতিবাদ সভাটি হল অন্ডালের কাজোড়া এরিয়ার জেনারেল ম্যানেজারের অফিসের সামনে। উপস্থিত ছিলেন কয়লা খাদান শ্রমিক কংগ্রেস সংগঠনের মহাসচিব তথা জামুরিয়ার তৃণমূল বিধায়ক হরেরাম সিং, ছিলেন সংগঠনের সংগঠনের অন্যান্য নেতৃত্ব এর পাশাপাশি ছিল, অন্ডাল ব্লকের বহু তৃণমূলের নেতা কর্মী। এদিনের এই সভায় সংগঠনের মহাসচিব হরেরাম সিং বলেন, ''কেন্দ্রের বিজেপি সরকার কয়লা খনির বেসরকারিকরণের নীতি নিয়েছে । আমরা এই সিদ্ধান্তের সর্বাত্মক বিরোধিতা করার সিদ্ধান্ত নিয়েছি ।'' তিনি আরও বলেন, ''কয়লা খনির বেসরকারিকরণের ফলে শ্রমিকদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়বে । ক্ষতি হবে এলাকার অর্থনীতি । তাই বেসরকারিকরণ রুখতে সংগঠনের পক্ষ থেকে এক মাস ব্যাপী বিক্ষোভ, প্রতিবাদ কর্মসূচি নেওয়া হয়েছে ।''