কেমিক্যাল হাব তৈরীর বিরুদ্ধে বিক্ষোভ পান্ডুয়ায়

জমি দিয়েছিলেন যাতে সেখানে কারখানা হয়। কিন্তু রাসায়নিক কারখানা হোক চাইছেননা হুগলির বাসিন্দারা। এই নিয়েই বিক্ষোভের পরিবেশ তৈরী হয়েছে হুগলি জেলার পান্ডুয়া এলাকায়।

author-image
Shroddha Bhattacharyya
New Update
hub.jpg

নিজস্ব সংবাদদাতা : বিদেশী সংস্থার কেমিক্যাল হাব নির্মাণের সিদ্ধান্ত ও জমি অধিগ্রহণের বিষয়কে কেন্দ্র করে আন্দোলন চলেছিল পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে। সেখানকার বাসিন্দারা তৎকালীন বাম সরকারের বিরুদ্ধে পথে নেমেছিলেন। সেই ঘটনার পর কেটে গেছে এক দশকের বেশি সময়। এবার এই একই ঘটনাকে কেন্দ্র করে হুগলির পান্ডুয়াতে কারখানা বন্ধ ও জমি ফিরে পাওয়ার আন্দোলন শুরু হল। এলাকার বাসিন্দারা চান না গ্রামে রাসায়নিক কারখানা হোক।  তাদের বক্তব্য এই জায়গায় কারখানা হলে বাড়বে দূষণ। ক্ষতি হবে চাষের জমির। সেই কারণে আন্দোলনে নামলেন তারা। মঙ্গলা, কুলবাড়ুই, মসুরিয়া, সোনাটিকরি সহ একাধিক গ্রামের মানুষেরা বিরোধিতা করেন। 

স্থানীয়দের থেকে জানা গেছে কারখানা হবে বলে তারা আগে জমি দিয়েছিলেন। কিন্তু এখন সেখানে রাসায়নিক কারখানা হবে শুনে তারা মতামত পাল্টেছেন। এমনিতেই সোনাটিকরি এলাকায় গেঞ্জির কারখানা থেকে দূষণ ছড়ায়। তারা চাননা বর্তমানে আর একই ঘটনা ঘটুক। 

flavourfood

cityaddnew

flamefood1