পোড়ানো হল BJP সাংসদের কুশপুতুল, প্রবল বিক্ষোভ

স্বর্ণপদক জয়ী মহিলা কুস্তিগীরদের (Wrestlers) যৌন নির্যাতনে অভিযুক্ত বিজেপি (BJP) সাংসদ ব্রিজ ভূষণ শরণ সিং (Brij Bhushan Sharan Singh)-এর অপসারণ এবং গ্রেপ্তার করে কঠোর শাস্তির দাবিতে সোমবার পশ্চিম মেদিনীপুর জেলা শাসক দপ্তরে বিক্ষোভ প্রদর্শন।

author-image
Pritam Santra
New Update
BJP

নিজস্ব সংবাদদাতাঃ স্বর্ণপদক জয়ী মহিলা কুস্তিগীরদের (Wrestlers) যৌন নির্যাতনে অভিযুক্ত বিজেপি (BJP) সাংসদ ব্রিজ ভূষণ শরণ সিং (Brij Bhushan Sharan Singh)-এর অপসারণ এবং গ্রেপ্তার করে কঠোর শাস্তির দাবিতে সোমবার পশ্চিম মেদিনীপুর জেলা শাসক দপ্তরে বিক্ষোভ দেখাল সারা ভারত কৃষক ও খেতমজুর সংগঠন। সংগঠনের পক্ষ থেকে ১১ থেকে ১৮ মে দেশজুড়ে প্রতিবাদ সপ্তাহ পালনের ডাক দেওয়া হয়েছে। তারই অংশ হিসেবে এদিন জেলা শাসক দপ্তরে বিক্ষোভ প্রদর্শন করা হয়। পোড়ানো হয় বিজেপি সাংসদের কুশপুতুল। উপস্থিত ছিলেন সংগঠনের জেলা কমিটির সম্পাদক প্রভঞ্জন জানা, স্বদেশ পড়িয়া, বঙ্কিম মুর্মু, প্রদীপ মল্লিক, স্বপন মাজী সহ প্রমুখ ব্যক্তিরা। জেলার বিভিন্ন প্রান্তে বিক্ষোভ কর্মসূচি হয়েছে বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে। সাংসদের গ্রেপ্তার ও শাস্তি না হওয়া পর্যন্ত আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে ওই সংগঠন।