মিছিল! বিক্ষোভ! আবার কী হল?

দাবি পূরণে কি একমাত্র উপায় বিক্ষোভ-মিছিল? এলাকায় বেকারত্বের সমস্যা রয়েছে। বেকার যুবকরা কাজ পাচ্ছে না। এদিকে ম্যান পাওয়ার কমিয়ে মেশিনের ওপর জোর দিচ্ছে ইসিএল কর্তৃপক্ষ। জামুড়িয়ায় তুমুল বিক্ষোভ।

author-image
Pallabi Sanyal
আপডেট করা হয়েছে
New Update
১১২



হরি ঘোষ, জামুড়িয়া : স্থানীয় সাইডিং-এ শ্রমিক দিয়ে লোডিং ও আনলোডিং এর কাজ করাতে হবে, এই দাবি নিয়ে জামুড়িয়ার কোনস্তোরিয়া এরিয়ার অন্তর্গত পরশিয়া গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন গ্রাম থেকে শতাধিক স্থানীয় বাসিন্দা মিছিল করেন। বেলবাদ সিঙ্গারন থেকে শুরু হয়ে বেল বাদ কোলিয়ারি এজেন্ট অফিস ,চাণক হয়ে বেলবাদ সাইডিং এ মিছিল শেষ হয়।

তৃণমূল শ্রমিক নেতা রামেশ্বর ভগত জানান, এলাকায় বেকারত্বের সমস্যা রয়েছে। মেশিনের সাইজে লোডিং আন লোডিং এর ফলে এলাকার বেকার যুবকরা কাজ থেকে বঞ্চিত হবে। ইসিএল ম্যানেজমেন্ট অবৈধ ভাবে মেশিনের সাহায্যে লোডিং এবং আনলোডিং এর পারমিশন দিয়েছেন। দ্রুত ম্যানুয়ালি লোডিং আনলোডিং ব্যবস্থা করতে হবে।