New Update
/anm-bengali/media/media_files/2025/05/18/X4qMBzwStAZwrvUAozwN.png)
নিজস্ব প্রতিনিধি: জাতীয় সড়ক থেকে পাল্টি খেয়ে নিচে পড়ল প্রাইভেট কার। পশ্চিম মেদিনীপুরের দাঁতনের ঘটনা। পুরুলিয়া থেকে দীঘার জগন্নাথ মন্দির দর্শন করতে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে জাতীয় সড়কে উল্টে গেল প্রাইভেট কার। আহত প্রাইভেট কারের পাঁচ জন যাত্রী। জানা গেছে, পুরুলিয়া থেকে ১৩ জন দীঘার জগন্নাথ দেবের দর্শনের জন্য আসছিলেন।
/anm-bengali/media/post_attachments/5f10ef4b-7fe.png)
হঠাৎই দাঁতন থানার সোনাকনিয়া জাতীয় সড়কের পাশেই উল্টে যায় প্রাইভেট কারটি। চালকের চোখে ঘুম আসার কারণেই দুর্ঘটনা বলে প্রাথমিকভাবে পুলিশের অনুমান। ঘটনাস্থলে দাঁতন থানার পুলিশ এসে দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিকে সরিয়ে নিয়ে যায়।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us