New Update
/anm-bengali/media/media_files/1000069162.jpg)
নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ স্কুটির সঙ্গে প্রাইভেট কারের ধাক্কা। আশঙ্কাজনক অবস্থায় আহত দুইজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে এন এইচের টিম ও পুলিশ।
/anm-bengali/media/post_attachments/73937a08-92d.png)
সূত্র মারফত জানা গিয়েছে যে, গতকাল রাতে পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের পানিগেড়িয়া এলাকায় একটি স্কুটিতে দুই জন ১৬ নং জাতীয় সড়ক পারাপার হচ্ছিল। সেই সময়ই ডেবরা থেকে খড়্গপুরগামী একটি গাড়ী দ্রুততার সঙ্গে ধাক্কা মারে স্কুটিতে। ঘটনাস্থলেই রাস্তায় আছড়ে পড়ে দুজন।
/anm-bengali/media/post_attachments/8e790e44-552.png)
তাদের আশঙ্কাজনক অবস্থায় পাঠানো হয় মেদিনীপুর মেডিক্যালে। প্রাথমিক সূত্রে যানা যাচ্ছে দুজনের বাড়ী পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া এলাকায়।
/anm-bengali/media/post_attachments/685a70a5-7ad.png)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us