'পরিত্রাণায় হি সাধুনাং বিনাশয় চ দুষ্কৃতাম্- তৃণমূলের পাপের ঘড়া পূর্ণ'- এবার পড়ল শোরগোল

তৃণমূলকে নিয়ে বড় খবর।

author-image
Aniket
আপডেট করা হয়েছে
New Update
x

File Picture

নিজস্ব সংবাদদাতা: এবার তৃণমূলকে নিশানা করে ভারত সেবাশ্রম সংঘ ইস্যুতে বড় ট্যুইট করেছে বিজেপি। বিজেপির ট্যুইটে বলা হয়েছে, "পরিত্রাণায় হি সাধুনাং বিনাশয় চ দুষ্কৃতাম্। ধর্মসংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে॥ (সাধুদের রক্ষা করতে, অশুভ শক্তির বিনাশ করতে এবং ধর্ম প্রতিষ্ঠা করতে, আমি প্রতিটি যুগে আসি)

TMC FLAG

 ভারত সেবাশ্রম সংঘের সাধারণ সম্পাদক স্বামী বিশ্বাত্মানন্দ (দিলিপ মহারাজ) বলেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের হিন্দু-বিরোধী অবস্থানের বিরুদ্ধে সারা দেশ প্রতিবাদ করবে। দেশবাসী সহ প্রধানমন্ত্রী মোদী জী যেভাবে পাশে দাঁড়িয়েছেন তার প্রশংসা করেছেন তিনি। তৃণমূলের পাপের ঘড়া পূর্ণ। শিশুপালকেও বধ করার আগে শ্রীকৃষ্ণ তোকে অনেক সুযোগ দিয়েছিল"। বিজেপির এই ট্যুইট ঘিরে শোরগোল হয়েছে।

Add 1

 Mamata Insults Sadhus | mamata banrjee .  . . .. . .  . . . . . . . . . . . . . . . . . .. . .  .. .  . . . ..  . . . . . . . . . . . . . . . . . . . . ..  . . . ..  . . . ..  . . . . ..  . . . . . . . . . . . . ..  . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .  . . . . . . . . . . . . . . . . . . . . . ..  . .