New Update
/anm-bengali/media/media_files/18ar9plRysRE3Fn3lyk0.jpg)
ফাইল ছবি
নিজস্ব সংবাদদাতা : অমৃত ভারত প্রকল্পে আসানসোল ডিভিশনের রেলওয়ে স্টেশন গুলোও পেতে চলেছে আধুনিকতম রূপ। ৫০৮টি স্টেশনের মধ্যে এ রাজ্যের ৩৭টি স্টেশন রয়েছে, যার মধ্যে পশ্চিম বর্ধমান জেলার তিনটি স্টেশন রয়েছে। স্টেশনগুলি হল-আসানসোল স্টেশন, অন্ডাল স্টেশন, পাণ্ডবেশ্বর স্টেশন। এটা আসানসোলবাসীর প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্পেশাল লাভ বলে ট্যুইট বার্তায় উল্লেখ করেছেন আসানসোলের বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি। একটি ভিডিও পোস্ট করেছেন তিনি যেখানে স্টেশনগুলির নতুন রূপ তুলে ধরা হয়েছে। দেখুন ভিডিও।
This is an example of special love of our PM for Asansolians https://t.co/YC3gxnNZQn
— Jitendra Tiwari * জিতেন্দ্র তিওয়ারি (@JitendraAsansol) August 6, 2023
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us