এই নির্বাচনই মোদীর 'শেষ দৌড়'!

নির্বাচনে বিজেপির ফলাফল সম্পর্কে মন্তব্য করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

author-image
Shroddha Bhattacharyya
New Update

নিজস্ব সংবাদদাতা: লোকসভা নির্বাচনের আর এক দফার ভোট গ্রহণ পর্ব বাকি আছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই নির্বাচনকে ভিত্তি করে স্লোগান দিয়েছিলেন যে এইবার ৪০০ পার করবে বিজেপি। কিন্তু বিরোধীদের অনুমান, বিজেপি এবার সারা দেশে ২০০ অথবা ২২০টির বেশি আসন পাবেনা।

modi assam fghj.jpg

এই সম্পর্কে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, " 'শেষ দৌড়'- এই শব্দটির উপর ভিত্তি করে আমি অনেক কিছুই দেখতে পাচ্ছি।

publive-image

প্রথমত, এটি আমাদের নতুন সূচনার ইঙ্গিত দেয়। দ্বিতীয়ত, যারা ক্ষমতায় আসার স্বপ্ন দেখছিলেন এবং লম্বা লম্বা প্রতিশ্রুতি দিয়েছিলেন, এটি তাদের 'শেষ দৌড়' হবে। শুধু নির্বাচনেই তাদের 'শেষ দৌড়' হবেনা, বরং তাদের অস্তিত্বেরও 'শেষ দৌড়' হবে।" 



Add 1