"আবকি বার ৪০০ পার"-কেরালাতে হুঙ্কার মোদীর!

কেরালা সফরে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দু'দিন এই সফর করবেন তিনি। এদিন কেরালায় একটি সভামঞ্চে মোদী জনগণের উদ্দেশ্যে ভাষণ দেন।

author-image
Shroddha Bhattacharyya
New Update
asdfghjk

নিজস্ব সংবাদদাতা: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেরালায় একটি ভাষণে বলেছেন যে,"কেরালার জনগণের মধ্যে একটি ভিন্ন মাত্রার উদ্দীপনা রয়েছে। ২০১৯ সালে কেরালা বিজেপির জন্য যে জেতার আশা জাগিয়েছিল তা ২০২৪ সালে আত্মবিশ্বাসে পরিবর্তিত হবে বলে মনে হচ্ছে। ২০১৯ সালে, কেরালার মানুষ বিজেপিকে ভোট দিয়েছে ডবল ডিজিটে। আশা করি, ২০২৪ সালে কেরালার মানুষ আমাদেরকে দুই অঙ্কের আসন দেবে। ২০১৯ সালে দেশ 'ফির এক বার মোদী সরকার' স্লোগান দিচ্ছিল। কিন্তু ২০২৪ সালে সবাই বলছে 'আবকি বার, ৪০০ পার'।"

add 4.jpeg

cityaddnew

স

স