প্রাথমিকে প্রধান শিক্ষক নিয়োগ! পশ্চিম মেদিনীপুরে শূন্যপদ প্রায় ২৫০০

author-image
Aniket
New Update
fg

File Picture

 পশ্চিম মেদিনীপুর:- একদিকে যখন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক বিদ্যালয়গুলিতে শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষা কর্মীরা কর্মহারা হয়ে পড়েছেন। সেই সময় অন্যদিকে প্রাথমিক বিদ্যালয়গুলিতে প্রধান শিক্ষকের বিজ্ঞপ্তি জারি করল, পশ্চিম মেদিনীপুর প্রাথমিক বিদ্যালয় সংসদ। দীর্ঘ প্রায় দুই দশক পর প্রাথমিকে প্রধান শিক্ষক নিয়োগের জন্য পশ্চিম মেদিনীপুর ডিপিএসসি-র তরফে জারি করা হল বিজ্ঞপ্তি। সংসদ বা ডিপিএসসি-র প্রকাশিত বিজ্ঞপ্তিতে প্রধান শিক্ষক পদে আবেদনের জন্য যোগ্যতার ন্যূনতম যে মাপকাঠি বেঁধে দেওয়া হয়েছে তা হলো- ২০০১ সালের ৩ সেপ্টেম্বর বা তার আগে নিযুক্ত শিক্ষকের মাধ্যমিক পাশ এবং ১ বছর বা ২ বছরের শিক্ষকতার প্রশিক্ষণ থাকতে হবে। 

r

 ২০০১ সালের ৩ সেপ্টেম্বরের পর থেকে ২০০৫ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে নিযুক্ত শিক্ষকদের ক্ষেত্রেও যোগ্যতার মাপকাঠি একই। ২০০৫ সালের ৩১ ডিসেম্বরের পর থেকে আজ পর্যন্ত নিযুক্ত শিক্ষকদের ক্ষেত্রে এই যোগ্যতার মাপকাঠি হলো উচ্চ মাধ্যমিকে ৫০ শতাংশ নম্বর বা  স্নাতক এবং দু’বছরের ডি.এল.এড বা পিটিটিআই প্রশিক্ষণ। এছাড়াও স্পেশাল ডি.এড, স্পেশাল বি.এড বা সাধারণ বি.এড করা থাকলে ৬ মাসের ব্রিজ কোর্স সম্পূর্ণ থাকতে হবে। আগামী ১৬ এপ্রিল থেকে ৩০ এপ্রিলের মধ্যে যোগ্য এবং ইচ্ছুক শিক্ষক-শিক্ষিকারা আবেদন জানাতে পারবেন। সংসদের দেওয়া নির্দিষ্ট বয়ান বা ফর্মাটে আবেদন জানাতে হবে অবর বিদ্যালয় পরিদর্শক বা এসআই-এর কার্যালয়ে। অন্য কোনও জায়গায় আবেদন জানালে তা গৃহীত হবে না বলে জানিয়ে দিয়েছে সংসদ। নিয়োগে সিনিয়রিটি বা অভিজ্ঞতাকেই সবথেকে বেশি গুরুত্ব দেওয়া হবে।