New Update
/anm-bengali/media/media_files/2025/07/15/whatsapp-image-2025-07-15-at-1905-2025-07-15-21-44-40.jpeg)
নিজস্ব সংবাদদাতা: ২১ জুলাইকে সামনে রেখে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হোলো মঙ্গলবার বিকেলে। পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতন ২ নং ব্লকের হরিপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে জানাবাড় এলাকায় এই প্রস্তুতি সভা হয়৷
/anm-bengali/media/post_attachments/d060f338-bff.png)
উপস্থিত ছিলেন মেদিনীপুর সাংগঠনিক জেলার তৃণমূল কংগ্রেসের সভাপতি সূজয় হাজরা, দাঁতন ২ নং ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা দাঁতনের বিধায়ক বিক্রমচন্দ্র প্রধান, দাঁতন ১ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি ইপ্তেকার আলি, দাঁতন ২ পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ শংকর ভুঁইয়া, হরিপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি কার্তিক জানা সহ অনান্যরা। এদিন কর্মী সমর্থকদের উচ্ছাস ছিল যথেষ্ট। ২১ শে জুলাই ধর্মতলা যাওয়ার জন্য প্রস্তুত দাঁতনের কর্মীরা।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us