জেলা পরিষদের দুই গুরুত্বপূর্ণ পদে প্রতিভা মাইতি ও অজিত মাইতি

নতুন সভাধিপতি ও সহ সভাধিপতি পেল মেদিনীপুর জেলা পরিষদ। দায়িত্ব বাড়ল প্রতিভা রানী মাইতি ও অজিত মাইতির। পঞ্চায়েত নির্বাচনের পর কাঁধে বর্তাল আরো দায়িত্ব।

author-image
Pallabi Sanyal
আপডেট করা হয়েছে
New Update
ff

দিগ্বিজয় মাহালী, পশ্চিম মেদিনীপুর : সোমবার পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি ও সহ সভাধিপতি নির্বাচিত হল। সোমবার দুপুরের মেদিনীপুর জেলা পরিষদের একটি হলে এই কর্মসূচী গ্রহন করা হয়।সেখানে পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের  সভাধিপতি হন প্রতিভা রানী মাইতি।নারায়নগড়ে বাড়ি হলেও গড়বেতা এলাকা থেকে নির্বাচনে লড়েছিলেন প্রতিভা মাইতি।তাকেই পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি করা হল। অপরদিকে, সহ সভাধিপতি নির্বাচিত হলেন পিংলার বিধায়ক অজিত মাইতি। তারা নির্বাচিত হওয়ার পরেই জেলা পরিষদে গিয়ে শুভেচ্ছা জানান মন্ত্রী মানস রঞ্জন ভুঁইয়া, সুজয় হাজরা,আশীষ হুদাইত সহ অন্যান্য নেতৃত্বরা।