/anm-bengali/media/media_files/2025/09/25/whatsapp-image-2025-09-25-2025-09-25-19-47-30.jpeg)
নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর: বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগে সাংগঠনিক রদবদল করতে শুরু করেছে শাসক দল তৃণমূল কংগ্রেস। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ, একে একে প্রত্যেকটি সাংগঠনিক জেলার ব্লক সভাপতি সহ শাখা সংগঠনের পদাধিকারীদের নাম ঘোষণা করছে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস। একেবারে শারদীয়ার প্রাক্কালে পশ্চিম মেদিনীপুর জেলার অন্তর্গত দুটি সাংগঠনিক জেলা মেদিনীপুর ও ঘাটালের অন্তর্গত ব্লক সভাপতি সহ পদাধিকারীদের নাম ঘোষণা করল রাজ্য তৃণমূল নেতৃত্ব। তবে ঘাটাল সংগঠনিক জেলার সবথেকে নজর কাড়া বিধানসভা ছিল কেশপুর।
কেশপুরের সেনাপতি হিসেবে আবারও প্রদ্যুৎ পাঁজার উপরেই ভরসা রাখল দল। নাম ঘোষণার পরই ২৬ এর বৈতরণী পার করতে কার্যত ব্যাটেল হাতে তুলে নিলেন প্রদ্যুৎ পাঁজা। ব্লক সভাপতির নাম ঘোষণার পর, কেশপুর ব্লক পার্টি অফিসে তৃণমূল কংগ্রেস কর্মীদের উচ্ছাস ও উদ্দীপনা লক্ষ্য করা গেল। একেবারে ফুলের মালা পরিয়ে ও মিষ্টি মুখ করিয়ে নতুন ব্লক সভাপতিকে স্বাগত জানান সহকর্মীরা। নতুন করে আবারও দায়িত্ব পাওয়ার পর দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন প্রদ্যুৎ পাঁজা। সেই সঙ্গে আগামীদিনে ২০২৬ এর বিধানসভা নির্বাচনে কেশপুর থেকে ঐক্যবদ্ধভাবে লড়ে, সর্বোচ্চ ভোটে দলের প্রার্থীকে জেতানোর প্রতিজ্ঞাবদ্ধ হয়েছেন।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/09/25/whatsapp-image-2025-09-25-2025-09-25-19-47-41.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us