ট্রেন দুর্ঘটনায় নিহত রাজীব রাউৎ-এর পরিবারের পাশে সুবর্ণরৈখিক ভাষা ও সংস্কৃতি চর্চা

ট্রেন দুর্ঘটনায় প্রাণ যায় রাজীব রাউৎ-এর। এবার তার পরিবারের পাশে দাঁড়ালো  সুবর্ণরৈখিক ভাষা ও সংস্কৃতি চর্চা সংগঠন।  

author-image
Aniket
New Update
jhj

File Picture

নিউজ ডেস্ক, ঝাড়গ্রাম: ট্রেন দুর্ঘটনায় নিহত যুবক রাজীব রাউৎ-এর অসহায় পরিবারের পাশে দাঁড়াতে এগিয়ে এলো সুবর্ণরৈখিক ভাষা ও সংস্কৃতি চর্চা বিষয়ক ফেসবুক গ্রুপ 'আমারকার ভাষা আমারকার গর্ব'। রবিবার বন্ধুত্ব দিবসের সকালে  রাজীব রাউৎ-এর বৈতা গোবিন্দপুরের বাড়িতে উপস্থিত হয়ে রাজীবের পরিবারের হাতে নগদ ৩১ হাজার টাকা তুলে দেন সুবর্ণরৈখিক পরিবারের প্রতিনিধিরা।

jnjn

উল্লেখ্য, কয়েকদিন আগে দক্ষিণ ভারতের মৈসুরে শ্রমিকের কাজ করতে যাওয়ার পথে ট্রেন দুর্ঘটনায় নিহত হন ঝাড়গ্রাম জেলার ঝাড়গ্রাম ব্লকের বৈতা গোবিন্দপুর গ্রামের বছর আঠারোর যুবক রাজীব রাউৎ। পরিবারের উপার্জনশীল ছেলে হঠাৎ মারা যাওয়ায় গভীর সংকটে পড়ে রাজীবের পরিবার। এই অবস্থায় পরিবারটির পাশে দাঁড়াতে এগিয়ে আসে সুবর্ণরৈখিক পরিবার। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এবং ব্যক্তিগত স্তরে শুভানুধ্যায়ীদের কাছে সাহায্যের আবেদন জানানো হয়। তাতে সংগৃহীত হয় ৩১ হাজার টাকা। সেই টাকা রবিবার তুলে দেওয়া হল রাজীবের পরিবারের হাতে। এদিনের কর্মসূচিতে সুবর্ণরৈখিক পরিবারের পক্ষে উপস্থিত ছিলেন বিশ্বজিৎ পাল, সঞ্জয় কুমার প্রধান, সৈকত আলি শা, কিশোর কুমার রক্ষিত, স্বাধীন ভূঁই, পলাশ ভুঁই সহ অন্যান্যরা।