ভ্যাপসা গরমে বিদ্যুৎ বিভ্রাট!

অনিয়মিত বিদ্যুৎ পরিষেবা। গরমে নাজেহাল ১৫০টি পরিবার। পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা পৌরসভার ১২ নং ওয়ার্ড মল্লেশ্বরপুর এলাকার ঘটনা।

author-image
Pallabi Sanyal
26 May 2023
ভ্যাপসা গরমে বিদ্যুৎ বিভ্রাট!

দিগ্বিজয় মাহালী, পশ্চিম মেদিনীপুর : অনিয়মিত বিদ্যুৎ পরিষেবা। গরমে নাজেহাল ১৫০টি পরিবার। স্বচ্ছ ও স্বাভাবিক বিদ্যুৎ পরিষেবার দাবিতে এবং বিদ্যুতের ফিডার পরিবর্তনের দাবিতে প্ল্যাকার্ড হাতে রাজ্যসড়কের উপর বসে পথঅবরোধ এলাকাবাসীর। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও বিদ্যুৎ দপ্তরের আধিকারিকরা।  তাদের ঘিরে ক্ষোভে ফেটে পড়েন অবরোধকারীরা।দীর্ঘ দেড় ঘন্টা পর বিদ্যুৎ দপ্তরের আশ্বাসে ওঠে অবরোধ। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা পৌরসভার ১২ নং ওয়ার্ড মল্লেশ্বরপুর এলাকায়, চন্দ্রকোনা-মেদিনীপুর রাজ্যসড়কে। চন্দ্রকোনা পৌরসভার ১২ নং ওয়ার্ডের মল্লেশ্বরপুর এলাকার ১৫০ টি পরিবারের সদস্যদের অভিযোগ,তাদের ওয়ার্ডে বিদ্যুতের দুটি ফিডার ভাগ হয়ে গিয়েছে। তার মধ্যে মল্লেশ্বরপুর এলাকার ১৫০ টি পরিবার অন্য এলাকা তথা কেশপুর ব্লকের নেড়াদেউল উপরকুঁয়ায় ফিডারের সাথে যুক্ত। অপরদিকে, ওই ওয়ার্ডেরই বাকি বাসিন্দারা চন্দ্রকোনা ফিডারের সাথে যুক্ত হওয়ায় তারা বিদ্যুৎ পরিষেবা যথাযথ পেয়ে থাকে। মল্লেশ্বরপুর এলাকার পথ অবরোধকারী বাসিন্দাদের দাবি,তারা চন্দ্রকোনা পৌরসভার বাসিন্দা অথচ তাদের বিদ্যুৎ সংযোগ মিলছে বাইরের কেশপুর ব্লকের নেড়াদেউল উপরকুঁয়া ফিডার থেকে,কিন্তু ওই ওয়ার্ডের বাকি বাসিন্দারা চন্দ্রকোনা পৌরসভার ফিডার থেকে বিদ্যুৎ পরিষেবা পাচ্ছে। অভিযোগ,দীর্ঘ কয়েকবছর ধরে ১৫০ টি পরিবার অনিয়মিত বিদ্যুৎ পরিষেবা পাচ্ছে,এমনকি সদ্য কালবৈশাখীর জেরে এইসকল পরিবারগুলি বিদ্যুৎ পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছে।দিনের অধিকাংশ সময় বিদ্যুৎ পরিষেবা মেলে না বলে অভিযোগ অবরোধকারী বাসিন্দাদের।রাজ্যসড়ক অবরোধের জেরে তীব্র যানজটের সৃষ্টি হয়।সারি দিয়ে দাঁড়িয়ে পড়ে সরকারি-বেসরকারি বাস থেকে বিভিন্ন যানবাহন।টানা প্রায় দেড় ঘন্টা অবরোধের পর বিদ্যুৎ দপ্তরের সাথে আলোচনার পর অবরোধ তুলে নেওয়া হয়।আপাতত বিদ্যুৎ দপ্তরের তরফে ওই সকল পরিবারের বিদ্যুতের সমস্যা সমাধানের জন্য বিকল্প একটি মিটার থেকে বিদ্যুৎ পরিষেবা প্রদান করার আশ্বাস দেওয়া হয়।