/anm-bengali/media/media_files/2025/11/06/whatsapp-image-2025-11-06-2025-11-06-14-41-43.jpeg)
নিজস্ব প্রতিনিধি, নদীয়া: নদীয়ার শান্তিপুরে পৃথিবীর বৃহত্তম ৫২ হাত পৌষ কালী মাতার পুজো উপলক্ষ্যে হয়ে গেল খুঁটিপুজো। ৪৮ তম বর্ষে এবারে থাকছে বিশেষ বিশেষ চমক। এদিন নিষ্ঠাচারে দেবীর খুঁটপুজোর সঙ্গে আতশবাজি প্রদর্শনী এবং মশাল জ্বালিয়ে দেবীকে আহ্বান এবং বাদ্যযন্ত্র সহকারে আনন্দে মেতে উঠলেন ক্লাব কর্তৃপক্ষ। বিশ্বের বৃহত্তম বাহান্ন হাত পৌষকালী মাতা পূজা কমিটির পক্ষ থেকে এবারে মেলা আরও সুন্দর তৎসহ আকর্ষণীয় হয়ে উঠবে বলে জানিয়েছেন ক্লাব সদস্যরা।
প্রসঙ্গত, নদীয়ার শান্তিপুর হরিপুর অঞ্চলের বৃহত্তম পুজো এবং মেলা বলতে নৃসিংহপুর বাজারপাড়া আমরা সকলে ক্লাবের পরিচালনায় অনুষ্ঠিত বিশ্বের বৃহত্তম ৫২ হাত পৌষ কালী মাতার পুজোকেই বোঝায়। আর হাতে গোনা মাত্র তিন মাস আর তার মধ্যেই হবে বিশাল দেবী মূর্তি তৈরীর কাজ। পুজো উপলক্ষ্যে দশ দিনব্যাপী ইন্দিরা গান্ধী গ্রামীণ মেলা এবং বিশেষ সংস্কৃতিক অনুষ্ঠান চলে।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/11/06/whatsapp-image-2025-11-06-2025-11-06-14-42-30.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us