Anusmita Bhattacharya
আপডেট করা হয়েছে
New Update
/anm-bengali/media/media_files/ts9B7UaitjrVTXOm4zbp.jpg)
নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর: আর জি করের ঘটনা নিয়ে গোটা দেশ তোলপাড়। প্রতিবাদে সরব হয়েছে সব পক্ষই। আর জাস্টিস ফর আর জি কর নিয়ে এবার প্রতিবাদ জানালো পশ্চিম মেদিনীপুর জেলার পিংলার নয়ার পটশিল্পীরা।
আর জি করের ঘটনাকে সামনে এনে ছবি এঁকে গানের মধ্য দিয়ে প্রতিবাদ জানালো তারা। ছবিতে লেখা 'জাস্টিস ফর আর জি কর', 'দোষীদের শাস্তি চাই', 'দোষীদের ফাঁসি চাই', 'উই ওয়ান্ট জাস্টিস'।
গানের মধ্য দিয়ে দাবি তোলা হয় ন্যায়বিচারের। এই পটের গান ও ছবিতে পিংলার নয়ার মহিলা পটশিল্পীদেরও অগ্রনী ভূমিকায় দেখা গেলো। পিংলার পটশিল্পীরা দাবি তুলেছে দোষীদের শাস্তি হোক, দোষীদের ফাঁসি হোক।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us