/anm-bengali/media/media_files/2025/10/09/whatsapp-image-2025-10-09-2025-10-09-19-03-40.jpeg)
নিজস্ব প্রতিনিধি, হাবড়া: মাস দুই ধরে প্রদীপ তৈরির কারখানায় শিল্পীদের নাওয়া-খাওয়া বন্ধ। মাঝে আর মাত্র কয়েকটা দিন আর তারপর আসছে আলোর উৎসব দীপাবলি। তার আগে উত্তর ২৪ পরগনার হাবড়ার একটি প্রদীপ তৈরির কারখানায় ঢু-মারল আমাদের ক্যামেরা। সেখানে কর্মীদের কর্মব্যস্ততা রয়েছে তুঙ্গে। প্রতিদিন হাজার হাজার প্রদীপ তৈরি হচ্ছে এই সমস্ত কারখানায়। কিছু প্রদীপ তৈরি হচ্ছে হাতে আবার কিছু প্রদীপ মেশিনের সাহায্যে তৈরি করা হচ্ছে। দীপাবলির আগে সেগুলো ছড়িয়ে পড়বে বিভিন্ন বাজারে। আধুনিকতার সঙ্গে তাল মিলিয়ে বাজারে মিলছে ইলেকট্রিক প্রদীপ। তবে মাটির প্রদীপের চাহিদা একই রকম রয়েছে বলেই জানালেন এই কাজের সঙ্গে যুক্ত শিল্পীরা। বিভিন্ন মন্দির বা বাড়িতে দীপাবলিতে প্রদীপ জ্বালানোর প্রচলন রয়েছে আর তাই প্রদীপের চাহিদাও রয়েছে যথেষ্ট। পুরুষদের পাশাপাশি পাল্লা দিয়ে বাড়ির মহিলারাও হাতে হাত মিলিয়ে প্রদীপ তৈরি করছে।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/10/07/diguad-2025-10-07-20-06-04.jpg)
/filters:format(webp)/anm-bengali/media/media_files/tRxY83YTu6LLYlUuuU99.jpg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us