ওসির তৎপরতায় খুলল পোস্ট অফিসের দরজা

কি ঘটেছিল সেখানে?

author-image
Anusmita Bhattacharya
New Update
WhatsApp Image 2025-07-09 at 1.36.36 PM

নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর: সিপিএমের ডাকা ধর্মঘটের জেরে পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের রাধামোহনপুর এলাকায় রাধামোহনপুর পোস্ট অফিসে দরজায় ঝান্ডা লাগিয়ে পোস্ট অফিস খুলতে দেওয়া হচ্ছিল না। গ্রাহকরা বাইরেই দাঁড়িয়ে ছিলেন। ডেবরা থানার ওসি প্রনয় রায় নিজে দাঁড়িয়ে থেকে পোস্ট অফিসের গেট থেকে ঝান্ডা সরিয়ে পোস্ট অফিসের দরজা খুলিয়ে দিলেন। পোস্ট অফিসের কর্মচারী ও গ্রাককরা পোস্ট অফিসের ভেতরে ঢুকল এরপর।

WhatsApp Image 2025-07-09 at 1.30.16 PM