/anm-bengali/media/media_files/u8kcdqt9Gjzxvj24fBrD.jpg)
নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর : শুভেন্দু জমানা শেষে বিদ্যাসাগর কেন্দ্রীয় সমবায় ব্যাঙ্কের চেয়ারম্যান হয়েছিলেন একসময়ের শুভেন্দু-ঘনিষ্ঠ শাসকদলের (তৃণমূলের) নেতা তথা পশ্চিম মেদিনীপুর জেলার মোহনপুর ব্লকের প্রাক্তন ব্লক সভাপতি প্রদীপ পাত্র। তবে, বর্তমানে তাঁর কাজকর্মে একেবারেই সন্তুষ্ট নয় দলের শীর্ষ নেতৃত্ব তথা সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিশ্বস্ত সূত্রের খবর অনুযায়ী, রবিবার (২৮ মে) দুপুরে শালবনীর নেতাজী সুভাষ চন্দ্র বসু স্টেডিয়ামে দলের মেদিনীপুর সাংগঠনিক জেলা নেতৃত্বদের নিয়ে যে বৈঠকে বসেছিলেন অভিষেক, সেখানেই প্রদীপের প্রতি অসন্তোষ প্রকাশ করেন তিনি। দলের জেলা নেতৃত্বকে স্পষ্ট জানিয়ে দেন যত দ্রুত সম্ভব নতুন নাম ঠিক করে জানানোর জন্য। দায়িত্ব দেওয়া হয়েছে মন্ত্রী মানস ভুঁইয়া, আহ্বায়ক অজিত মাইতি, জেলা সভাপতি সুজয় হাজরা এবং জেলা চেয়ারম্যান দীনেন রায়-কে। সরাসরি এই বিষয়ে তাঁরা কিছু না জানালেও, শীর্ষ নেতাদের অনেকেই বিষয়টি মেনে নিয়েছেন। দলীয় সূত্রে জানা যায়, আগামী একমাসের মধ্যে প্রদীপের পরিবর্তে ব্যাঙ্কের পরিচালন সমিতির নতুন কোনো সদস্যকে চেয়ারম্যান হিসেবে বেছে নেওয়া হবে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us