রাজ্যপালের বাইপাস সার্জারির সম্ভাবনা

হার্টে একাধিক ব্লকেজ থাকার কারণেই সিদ্ধান্ত।

author-image
Jaita Chowdhury
New Update
C V ANAND BOSE 3

নিজস্ব সংবাদদাতা: অসুস্থ রাজ্যপাল সিভি আনন্দ বোস। ভর্তি কমান্ড হাসপাতালে। রাজ্যপালের হার্টে একাধিক ব্লকেজ পাওয়া গেছে। হাসপাতালে গিয়ে রাজ্যপালকে দেখে এলেন মুখ্যমন্ত্রী। কমান্ড হাসপাতাল থেকে অ্যাপোলোতে নিয়ে যাওয়া হচ্ছে রাজ্যপালকে, সূত্রের খবর। হার্টে একাধিক ব্লকেজ, রাজ্যপালের বাইপাস সার্জারির সম্ভাবনা।

Governor in posta