বেহাল রাজ্য সড়ক

বেহাল রাজ্য সড়ক: চিচিড়া থেকে পড়িহাটি ও চিল্কিগড়ের দুর্ভোগে নাভিশ্বাস তুলছে সাধারণ মানুষ।

author-image
Aniket
New Update
e

ঝাড়গ্রাম: ঝাড়গ্রাম জেলার জামবনি ব্লকের চিচিড়া থেকে পড়িহাটি পর্যন্ত প্রায় ২৮ কিলোমিটার দীর্ঘ রাজ্য সড়ক এবং জামবনি থেকে চিল্কিগড় পর্যন্ত সংযুক্ত প্রায় ৩ কিলোমিটার রাস্তাটি বর্তমানে চরম বেহাল অবস্থায় রয়েছে। বর্ষার সময় এই রাস্তাগুলির অবস্থা আরও শোচনীয় হয়ে ওঠে — খানাখন্দে ভর্তি পথে জমে থাকে কাদা ও জল, যা কার্যত একেকটি মৃত্যুফাঁদে পরিণত হয়। এই সড়ক শুধু যোগাযোগের মাধ্যম নয় — এটি চিল্কিগড় স্বাস্থ্যকেন্দ্র, বিডিও অফিস, ব্যাঙ্ক, স্থানীয় হাটবাজার এবং পার্শ্ববর্তী রাজ্য ঝাড়খণ্ডের সঙ্গে সংযোগ স্থাপনকারী একটি গুরুত্বপূর্ণ পথ। প্রতিদিন অসংখ্য মানুষ — স্কুলপড়ুয়া, অসুস্থ রোগী, ব্যবসায়ী ও কৃষক — এই সড়ক ব্যবহার করে, কিন্তু নিত্যদিনের যাতায়াতে তাদের পড়তে হচ্ছে চরম দুর্ভোগে।

প্রতিদিনই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বহুবার আবেদন-নিবেদন জানানো সত্ত্বেও প্রশাসনের পক্ষ থেকে কোনো কার্যকরী পদক্ষেপ দেখা যায়নি। রাস্তাটির পিচ উঠে গিয়ে বহু স্থানে কেবল মাটি ও খোয়া পড়ে আছে। গাড়িচালকদের পড়তে হচ্ছে মারাত্মক ঝুঁকির মুখে। প্রশাসনের দীর্ঘদিনের নীরবতা ও দায়িত্বহীনতা মানুষকে চরম হতাশ ও ক্ষুব্ধ করে তুলেছে। গ্রামের মানুষ, গাড়িচালক, ব্যবসায়ী ও ছাত্রছাত্রী — সকলের মুখে আজ একটাই প্রশ্ন: “নিরাপদ রাস্তা কি কেবল কাগজে-কলমেই সীমাবদ্ধ থাকবে?”  অবিলম্বে রাস্তা সংস্কারের দাবি উঠেছে এলাকায়। আর কতদিন অপেক্ষা করতে হবে নিরাপদ সড়কের জন্য?