/anm-bengali/media/media_files/2025/06/14/Q8xx2wc4lrma2eLBWa3f.jpeg)
File Picture
নিজস্ব সংবাদদাতা, ঝাড়গ্রাম: অর্থনৈতিক ভাবে প্রান্তিক, দরিদ্র মানুষের আনন্দ অনুষ্ঠানের কথা মাথায় রেখে তৈরি হয়েছে ম্যারেজ হল। গ্রামের মধ্যে জন বহুল এলাকায় তৈরি হয়েছে এই হল ঘরটি। পানীয় জল, শৌচাগার সবই রয়েছে এখানে। এক সাথে প্রায় দুশো মানুষ এখানে বসে খাওয়া দাওয়া করতে পারবে। খুবই সামান্য খরচে এই হল ঘরটি ব্যবহার করতে পারবেন গ্রামের দরিদ্র পরিবার গুলি। স্থানীয় গ্রামপঞ্চায়েতের এই উদ্যোগ ইতিমধ্যে বাহবা কুড়িয়েছে। গ্রামপঞ্চায়েতের পক্ষ থেকে আগামী যেকোন একটি বিবাহ অনুষ্ঠানের মধ্য দিয়ে ম্যারেজ হলটি উদ্বোধন হবে বলে জানা গিয়েছে।
ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর দু'নম্বর ব্লকের পেটবিন্দি গ্রামপঞ্চায়েতের অন্তর্গত পেটবিন্দি হাটচালা এলাকায় তৈরি হয়েছে এই ম্যারেজ হলটি। গ্রামপঞ্চায়েত সূত্রে জানা গিয়েছে, মূলত প্রত্যন্ত এলাকার দুঃস্থ ও নিম্নআয়ের মানুষের কথা মাথায় রেখেই এই হল ঘরটি নির্মিত হয়েছে। অনেক ক্ষেত্রেই দেখা যায় গ্রামীণ এলাকায় বিয়ে বা পারিবারিক অনুষ্ঠান আয়োজনের সময় প্যান্ডেল তৈরির খরচ দরিদ্র পরিবার গুলির পক্ষে বড়সড় আর্থিক সমস্যা হয়ে দাঁড়ায়। এই সমস্যা দূর করতেই গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে প্রায় ১০ লক্ষ টাকা ব্যয়ে একটি স্থায়ী ম্যারেজ হল নির্মাণ করা হয়েছে।
/anm-bengali/media/post_attachments/8f4b1c58-41f.png)
জানা গিয়েছে পঞ্চম অর্থ কমিশনের বরাদ্দ অর্থে এই কাজটি সম্পন্ন হয়েছে। এই ম্যারেজ হলটি খুব শীঘ্রই আনুষ্ঠানিকভাবে চালু হয়ে যাবে। পেটবিন্দি গ্রাম পঞ্চায়েতের প্রধান শঙ্কর প্রসাদ দে জানান, “আমরা চাই এই হল গ্রামের প্রত্যেক সাধারণ মানুষ, দরিদ্র মানুষের কাজে আসুক, তাদের যাতে বাড়তি খরচ না হয়, সে কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত"।
স্থানীয় বাসিন্দারা এই উদ্যোগকে স্বাগত জানানোর সাথে সাথে প্রশংসাও করেছেন।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us